শিক্ষা ও সাহিত্য

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখলেন কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখলেন কূটনীতিকরা। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা থেকে এ কর্মসূচি শুরু হয়। মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, জাতিসংঘ ঢাকাস্থ মিশন প্রধান মিয়া সেপো, ঢাকাস্থ তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান এবং ঢাকাস্থ আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রধান জয়েন্দু ডি এতে অংশ নেন।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নানা ঘটনা সম্পর্কে জানান বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

পায়ে হেঁটে কূটনীতিকরা ১৯৫ জন শহীদ ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীর তালিকা সংবলিত স্মৃতি চিরন্তন, ব্রিটিশ কাউন্সিল, সলিমুল্লাহ মুসলিম হল, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, ঐতিহাসিক ৭ মার্চের জনসভাস্থল সোহরাওয়ার্দী উদ্যান, বিশ্ববিদ্যালয় শহীদ শিক্ষকদের সমাধিস্থল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, ডাকসু সংগ্রহশালা পরিদর্শন করেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনা শোনেন। এরপর তারা মধুর কেন্টিনে কিছু সময় কাটান।

এছাড়া কূটনীতিকরা সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের কার্যালয় পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অধ্যাপক ইমতিয়াজ আহমদের কাছ থেকে জেনে নেন।

আরো পড়ুন:

শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন হলো রাজধানীর কলাবাগানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *