করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১০ দিনব্যাপী ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’ ক্যাম্পেইনে পাঁচ লাখ মাস্ক বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে এক ভার্চুয়াল সভায় এ কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ১০ দিনে পাঁচ লাখ মাস্ক বিতরণ করা হবে। শপিংমল, বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারসহ জনসমাগমস্থলে এ ক্যাম্পেইন চলবে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক বার্তা মাইকিং করার পাশাপাশি শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ এবং জারিকৃত সরকারি নির্দেশনা মাইকে প্রচারের জন্যও বলেন মেয়র।
আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে এ ক্যাম্পেইন চলবে।
এইচ আরবি