ঢাকায় ৭১%, চট্টগ্রামে ৫৫% মানুষের শরীরে অ্যান্টিবডি

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঢাকায় ৭১ শতাংশ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ৩ হাজার ২২০ জনের মধ্যে পাঁচ মাসের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
এদিকে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৬৩৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *