নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ঢাকায় রাশিয়ার নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। ঢাকার রাশিয়ার দূতাবাস শুক্রবার (১৬ জুলাই) জানায়, আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বৃহস্পতিবার (১৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুল হকের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
রাশিয়ার দূতাবাস সূত্রে আরো জানা গেছে, ১৯৫৫ সালে আলেক্সান্ডার ভি মান্টিটস্কি জন্মগ্রহণ করেন। তিনি এর আগে আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ভারত, নেপাল, পাকিস্তানের রাশিয়ার মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, এর আগে ঢাকায় তিন বছর দায়িত্ব পালন শেষে বিদায় নেন রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইগনাটভ।