প্রচ্ছদ

ঢাকায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: রাজধানী ঢাকা ও ঢাকা জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে আজ সোমবার (২ আগস্ট) থেকে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা দেয়া হচ্ছে। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশের সকল জেলায় থেকে এ টিকা দেয়া হবে।

প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে ক্ষুদেবার্তা পাঠানো হবে।

রোববার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন তারা ভুলক্রমেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা রয়েছে। আরও ছয় লাখ ডোজ টিকা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *