প্রচ্ছদ

ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণে ব্যর্থতায় চীনে ৪৭ কর্মকর্তার শাস্তি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার ৪৭ জন কর্মকর্তাকে শাস্তি দিয়েছে চীন। সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের দৈনিক প্রতিবেদনের অনুসারে, নানজিং শহরে শুরু হওয়া করোনাভাইরাসের বর্তমান প্রাদুর্ভাব চীনের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়েছে এবং তিন সপ্তাহের মধ্যে এক হাজারেরও বেশি মানুষের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

এ কারণে কর্তৃপক্ষ কঠোর লকডাউন, গণ-পরীক্ষা, ব্যাপক কোয়ারেন্টিন ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বর্তমানে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, ২০২০ সালের শুরুর দিকে করোনা প্রাদুর্ভাবের পর থেকে চীনে এমন উদ্যোগ নিতে দেখা যায়নি।

যেসব কর্মকর্তারা তাত্ক্ষণিকভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবস্থাগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন, তাদের এখন বিভাগীয় শাস্তির প্রদানের জন্য খোঁজা হচ্ছে।

সরকারি বিবৃতি ও রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী স্থানীয় সরকার প্রধান, স্বাস্থ্য কমিশন, হাসপাতাল বিমানবন্দর প্রধানসহ ৪৭ জন কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার জন্য শাস্তি দেওয়া হয়েছে।

কমিউনিস্ট পার্টির শৃঙ্খলা পরিদর্শনের কেন্দ্রীয় কমিশনের (সিসিডিআই) বিবৃতিতে বলা হয়েছে, জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের নানজিং লুকো আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্রমণ ছড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য ১৫ কর্মকর্তাকে দায়ী করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *