স্বাস্থ্য

ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ডেঙ্গু ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য উন্মোচন করা হয়েছে। আজ রবিবার সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) আইএফআরডি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ বলেন, ডেঙ্গু ভাইরাস ফ্লাভিভাইরাস গ্রুপের অন্তর্গত একটি পজিটিভ সেন্স আরএনএ ভাইরাস। ডেঙ্গু ভাইরাসের আরএনএ জিনোমে ১০.৬-১১.০ কিলোবেজ নিউক্লিওটাইট থাকে। ডেঙ্গুর চারটি সেরোটাইপ যা DENV-1, DENV-2, DENV-3 ও DENV-4 এর মাধ্যমে প্রকাশ করা হয়। এই ভাইরাসের চারটি সেরোটাইপের মধ্যে ৬৫-৭০ শতাংশ এমিনো এসিড সিকোয়েন্সের মিল আছে।

তিনি বলেন, ভাইরাসটি এডিশ মশার দ্বারা বাহিত হয় এবং মশার মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়। ১৯৬০ সালে পৃথিবীতে প্রথমবারের মতো ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মশকবাহিত রোগ হলো ডেঙ্গু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *