আন্তর্জাতিক

ডেঙ্গুতে উত্তরপ্রদেশে ৬০ জনের মৃত্যু


ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু। সেপ্টেম্বরে শুরু হওয়া ডেঙ্গুর এ প্রকোপ সামনের দিনে রাজ্যের পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ফিরোজাবাদ জেলার লোজন। আগ্রা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের এ জেলায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। পার্শ্ববর্তী আগ্রা, মথুরা, মাইনপুরিতেও বাড়ছে রোগীর সংখ্যা।
ফিরোজাবাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিনেশ কুমার প্রেমী জানিয়েছেন, ডেঙ্গু মোকাবিলায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসায় জেলায় ৯৫টি স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে। 
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আগ্রায় সোমবার ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর ঘটনায় বিভাগীয় কমিশনার অমিত গুপ্তের গাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন তার বোন। এছাড়া কোথাও কোথাও ডেঙ্গু পরীক্ষায় খরচ বেশি নেওয়ার অভিযোগ ওঠায় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র বিজয় সিং। 
গত বছর ভারতে জাতীয়ভাবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন ৫৬ জনে নেমে আসে। আর প্রায় ২২ কোটি মানুষের বসবাস উত্তর প্রদেশ ২০১৬ সালে ডেঙ্গুতে ৪২ জনের মৃত্যু হয়, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *