নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল ডেটা সোনার চেয়েও দামী সম্পদ। নিরাপত্তার স্বার্থে এই ডেটা অন‌্যের নিয়ন্ত্রণে নয়, নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক ব‌্যবস্থাপনার ডেটার নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে আরও সচেতন ও যত্নশীল হওয়ার জন‌্য তিনি সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বুধবার রাতে ঢাকায় সিএমএসএফ আয়োজিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আনভেইল  আউটকাম অব দ‌্য রিসাল্ট ওরিয়েন্টেড ওয়ার্কশপ’ এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

সিএমএস ফান্ডের বোর্ড অব গভর্নেন্স এর চেয়ারম‌্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ সিকিউরটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম‌্যান  অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক ড. মো: তারেক বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুক্তবাজার অর্থনীতিতে পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, পুঁজিবাজার উন্নয়নে বিদ‌্যমান যে কোনও  চ‌্যালেঞ্জ মোকাবেলা করা অপরিহার্য। বাংলাদেশের অর্থনীতির আকার গত ১৩ বছরে অভাবনীয় গতিতে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফা জব্বার বলেন, মাত্র কয়েক বছর আগেও বৈদেশিক সাহায‌্য ছাড়া বাজেট পরিকল্পনা করার বিষয়টি চিন্তাও করা যেত না। আজ আমরা অনেক ক্ষেত্রে বৈদেশিক সাহায‌্যকে নির্ধিদায় না বলতে পারি। কম্পিউটার প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন‌্য ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বিস্ময়কর ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ‌্য বাস্তবায়নে আইটিইউ ও ইউপিইউ-এর সদস‌্যপদ অর্জন, বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা, টিএন্ডটি বোর্ড গঠনসহ ডিজিটাইজেশনের যুগান্তকারী বিভিন্ন কর্মসূচির ভিত্তি প্রতিষ্ঠা করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় তার শাসনকালের ১৮ বছরে বাংলাদেশকে বিশ্বে এক অনন‌্য উচ্চতায় উপনীত করেছেন।

শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ‌্যে প্রথম কম্পিউটার ব‌্যবহারকারী নেতা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তার ফলে মোবাইল ও কম্পিউটার প্রযুক্তি প্রসারে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। পৃথিবীতে চতুর্থ শিল্প বিপ্লবের ধারণা প্রকাশের আট বছর আগে আমাদের নেত্রী ডিজিটাল শিল্প বিপ্লবের ধারণাটি প্রণয়ন করেন, যা আজ বিশ্বে অনুকরণীয় বলে উল্লেখ করেন ডিজিটাল প্রযুক্তিতে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার।

দেশের বাবসা-বাণিজ‌্য প্রতিষ্ঠানসমূহ ডিজিটাইজেশনে তুলনামূলক পিছিয়ে আছে উল্লেখ করে প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল সার্ভিস ডিজাইন ল‌্যাব আয়োজন এবং নিজস্ব জনবল তৈরির প্রয়োজনীয়তার ওপর মন্ত্রী বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় নজিবুর রহমান দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করতে দেশে পুঁজিবাজারকে শক্তিশালী করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ‌্যোগ তুলে ধরেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত  বিশ্বের উন্নত দেশগুলোতে মিউচ‌্যুয়াল ফান্ড অত‌্যন্ত জনপ্রিয় বলে উল্লেখ করেন।

আরো পড়ুন:

কম্পিউটার চালু না হলে যা করণীয়

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *