নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সম্মুখসারির কোভিড-১৯ যোদ্ধাদের মধ্যে বিতরণের জন্য বিজিএমইএ উর্মি গ্রুপের সৌজন্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) এক লাখ পিস ফেস মাস্ক দিয়েছে।
মঙ্গলবার (২২ জুন) ডিএসসিসি কার্যালয়ে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে এগুলো হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
এ সময় বিজিএমইএ সভাপতির সঙ্গে সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম ও পরিচালক আসিফ আশরাফ উপস্থিত ছিলেন।