মাতৃভূমি

পদত্যাগ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগ করেছেন। বুধবার (৭ ডিসেম্বর) তার দফতরে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তথ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ কিছুক্ষণের মধ্যে সারসংক্ষেপ পাঠাবে প্রধানমন্ত্রীর কাছে। সেটি রাষ্ট্রপতির অনুমোদনের পর পুনরায় মন্ত্রিপরিষদে আসবে। তার গেজেট প্রকাশের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

অশালীন, শিষ্টাচারবহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আজকের (৭ ডিসেম্বর) মধ্যে পদত্যাগ করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে প্রতিমন্ত্রীর করা অশ্লীল মন্তব্যকে ঘিরে তীব্র সমালোচনা হচ্ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এরমধ্যেই গতকাল সোমবার ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রতিমন্ত্রীর ফোনালাপের একটি অডিও ছড়িয়ে পড়ে। যেখানে একজন চিত্রনায়িকার সঙ্গে কথা বলার সময় তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেন। এ নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

আরো পড়ুন:

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন প্রতিমন্ত্রী মুরাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *