ডারবান টেস্টের দ্বিতীয় দিন চ্যালেঞ্জিং প্রোটিয়া স্পিন
ডারবান টেস্টের দ্বিতীয় দিন চ্যালেঞ্জিং প্রোটিয়া স্পিন। সকাল থেকে বল হাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েও ব্যাটিংয়ে নেমে বিপদে আছে বাংলাদেশ। আজ ৪৯ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ, যার মধ্যে ৪০ ওভারই করেছেন প্রোটিয়া স্পিনাররা। তাদের মাঝে সিমন হার্মার ছিলেন বিধ্বংসী। একাই নিয়েছেন চার উইকেট।
সারাবছর দেশে স্পিন উইকেটে খেলে এখন প্রোটিয়া স্পিনে নাকাল টাইগাররা। দলের প্রতিনিধি হয়ে আসা মেহেদি হাসান মিরাজও জানালেন সেই চ্যালেঞ্জের কথা।
৪ উইকেটে ৯৮ রান তুলে দিন শেষ করা বাংলাদেশ ২৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ। ম্যাচ শেষে অনলাইন সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘স্পিনারদের বলে আউট হলেও কয়েকটা বেশ ভালো বলে আউট হয়েছে। স্পিনাররাও যথেষ্ট সাহায্য পেয়েছে। ওরা ভালো জায়গায় বোলিং করেছে। টার্ন করেছে, বল নিচু হয়েছে। চ্যালেঞ্জটা নিতে পারলে আরও ভালো হতো। উইকেট দ্রুত পড়ে যাওয়া দলের জন্য খারাপ। তবে কাল একটা সুযোগ আছে, মাহমুদুল তো ভালো ব্যাটিং করছে। ‘
ম্যাচে ফেরা নিয়ে এখনো হাল ছাড়েননি মিরাজ, ‘এখনো অনেক বাকি আছে। এখনই ফল অনুমান করা সম্ভব না। টেস্টে এমন হয়ই। যারা বেশি ভালো খেলবে, তারাই জিতবে। এখনো আমাদের অনেক সুযোগ আছে। জয় আছে, লিটন আছেন, রাব্বি আছে, আমি আছি। যত দূর পারি, চেষ্টা করব। যত দূরে যাব, তত ভালো হবে। ওদের জন্যও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম ইনিংসে যত দূরে যেতে পারি, সেটাই ভালো হবে। চেষ্টা করব প্রথম সেশনটা খেলার। ব্যাটসম্যানদের অনেক চ্যালেঞ্জ থাকবে। কারণ, ৪ উইকেট পড়ে গেছে। চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে। যত দূর যেতে পারি, সেটিই সহায়তা করবে আমাদের। ‘