সংস্কৃতি

ডাবিং শিল্পকে সমৃদ্ধ করতে কাজ করছে প্লাটফর্ম মিডিয়া

মাহবুব মারুফ :

একসময় বাংলাদেশে বেশ কিছু ডাবিংকৃত বিদেশী সিরিয়াল জনপ্রিয় ছিল – ‘আলিফ লায়লা’, ‘দ্য অ্যাডভেঞ্চার অব সিন্দাবাদ’ ইত্যাদি। এছাড়া অনেক বিদেশী সিনেমাও বাংলা ভাষায় ডাবিং করে দেখানো হতো। বর্তমানে এই ডাবিং শিল্প এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। বাংলাদেশে যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে, এর মধ্যে প্রায় চ্যানেলেই ডাবিং করা বিদেশী সিরিয়াল বা সিনেমার প্রচার হচ্ছে। এর মধ্যে ইরানি, তুর্কি, আরবি, ইংরেজি, কোরিয়ান, চাইনিজসহ অন্যান্য ভাষার ডাবিংকৃত সিরিয়াল ও সিনেমা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এদের মধ্যে ইরানি সিরিয়াল বা সিনেমা উল্লেখযোগ্য। বলা যেতে পারে বাংলাদেশে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ইরানি প্রযোজনার এক বিশাল বাজার তৈরি হয়েছে।

এরই ধারাবাহিকতায় “প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং” তাদের যাত্রা শুরু করে ইরানি সিরিয়াল বাংলা ভাষায় ডাবিং এর মাধ্যমে। ২০১৮ সালে তারা ইরানের বিখ্যাত সিরিয়াল “মুখতারনামা” বাংলায় ডাবিং করেন। যা পরবর্তিতে এসএ টিভিতে “কারবালা কাহিনী” নামে বহুবার প্রচারিত হয়। এরপর ডাবিং হয় “বিবি মরিয়ম ও ঈসা নবী”। এরই মাঝে প্লাটফর্ম মিডিয়ার শিল্পী-কলাকুশলীরা ইরানি ৩২টি সিনেমা ডাবিং করেন। তারপর তারা ইরানের বিশ্বনন্দিত ধারাবাহিক “শেহেরজাদ ফরহাদ” সিরিয়ালটি ডাবিং করেন। যা বাংলাদেশের দর্শকদের মাঝে সাড়া ফেলে দেয়। বর্তমানে চলছে ইরানের অন্যতম জনপ্রিয় সিরিয়াল “ব্লু হোয়েল”-এর বাংলা ডাবিংয়ের কাজ।

ইরানি এই সিরিয়াল বা সিনেমার ডাবিংয়ে কাজ করার জন্য “প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং”-এ স্থায়ী ও অস্থায়ী হিসেবে ১৫০ থেকে ২০০ জন কাজ করছেন।

এ প্রসঙ্গে প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং-এর কর্ণধার খোকন কুমার রায় বলেন, “ডাবিং শিল্পীদের অধিকাংশই মূলত থিয়েটার থেকে আসেন। বাংলাদেশে থিয়েটার থেকে আয় করার তেমন সুযোগ নেই। কিন্তু একজন থিয়েটারকর্মী কণ্ঠাভিনয় করে আয় করে সহজেই থিয়েটার চর্চাও করতে পারছেন। তাই এই বিষয়টি চিন্তা করে প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং থিয়েটার কর্মী, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ও বাংলা বিভাগে পড়ুয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে থাকে। প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিংয়ে আমরা সেই সব শিল্পীদের নিয়েই কাজ করে আসছি। এখানে ডাবিংকে একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করার প্রয়াস নিচ্ছি।”

প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিংয়ে কাজ করতে আসা শিল্পীরা ইরানি চলচ্চিত্র বা সিরিয়ালের ভক্ত হয়ে যাচ্ছেন। ইরানি পরিচালকদের নির্মাণ এবং গল্প বলার ধরন সবকিছুই দর্শকসহ এখানকার শিল্পীদের মুগ্ধ করে।

প্লাটফর্ম মিডিয়া এন্ড মার্কেটিং ছাড়াও ঢাকায় আরো অন্যান্য ডাবিং স্টুডিওতে ইরানি সিরিয়াল বা সিনেমার ডাবিং হয়ে আসছে। যা ইরানি সিরিয়াল বা সিনেমার বাংলা ডাবিং দেখার জন্য দর্শকদের আরো উৎসাহিত করছে। সত্যিকার অর্থে, ইরানি প্রযোজনা ডাবিংয়ের মাধ্যমে বাংলাদেশে ইরানি প্রযোজনার প্রচুর দর্শক তৈরি হয়েছে। যা দুই দেশেরই সংস্কৃতির এক মেলবন্ধন তৈরি করবে এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *