জাতীয়সর্বশেষ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন- যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. রাহাদ বিশ্বাস ওরফে পিয়াল (২৬), বিনোদপুরের মো. আরিফ মণ্ডল (২৯), আলাদীপুরের আশরাফুল ইসলাম (২৫), সজ্জনকান্দার রমজান আলী (২৪) ও আলাদীপুরের আলীম শেখ (২৩)।

ব্রিফিংয়ে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২৫ অক্টোবর) দিনগত রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি টিম খানখানাপুর সরদার পাড়া থেকে পালানোর সময় ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় রাসেল শেখ, পলাশ বিশ্বাস, মিথুন শেখ, ফরিদ ওরফে কালা ফরিদ, লালটু, টোকন পাটোয়ারীসহ অজ্ঞাতনামা ৭-৮ জন পালিয়ে যায়। গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, নয় রাউন্ড পিস্তলের গুলি, একটি শর্ট গানের কার্তুজ, একটি চায়নিজ কুড়াল, দুইটি রামদা, একটি কুড়াল, দুইটি ছোরা ও দুইটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাহাদ বিশ্বাস ওরফে পিয়ালের বিরুদ্ধে খুন, ডাকাতি, চুরি, মাদকসহ ১৫টি মামলা রয়েছে। তাছাড়া গ্রেপ্তার অন্যান্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধে মামলাসহ গ্রেপ্তার পরোয়ানা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *