প্রচ্ছদ

‘ডাকাতিয়া মডেল’ এখন মাছ চাষের জনপ্রিয় পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশে কিছু এলাকায় জনপ্রিয় হয়ে উঠছে নদীতে মাছ ধরার একটি বিশেষ পদ্ধতি – খাঁচায় মাছ চাষ, যেটি বিশেষভাবে পরিচিত ‘ডাকাতিয়া মডেল’ হিসেবে।

সরকারের কৃষি তথ্য সার্ভিস বলছে বাণিজ্যিকভাবে খাঁচায় মাছ চাষের এ অধ্যায়টি শুরু হয় চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীতে এবং সে কারণেই সেখানকার ব্যবস্থাপনা ও উৎপাদন মডেলটির নামকরণ হয়েছে ‘ডাকাতিয়া মডেল’ হিসেবে।

চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হারুনর রশীদ বলছেন, নদীতে জোয়ার ভাটার কারণে খাঁচার মাছ অনেক পরিষ্কার হয় আর এগুলো দ্রুত বড় হয়।

“মাসখানেক আগে চাঁদপুরের রঘুনাথপুরে ডাকাতিয়া নদীতে গিয়ে দেখেছি এক-দেড় হাজার খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। মূলত তেলাপিয়া চাষ হয় এবং বাজারে এ খাঁচার তেলাপিয়ার দাম অন্য তেলাপিয়ার চেয়ে কিছু বেশি।”

তিনি বলেন মৎস্য বিজ্ঞানীরাই এ প্রযুক্তিটি অনেক আগে উদ্ভাবন করেছিলো বা নিয়ে এসেছিলো যা দেশের বিভিন্ন এলাকার মাছ চাষিরা প্রয়োগ করে সুফল পাচ্ছেন।

একজন চাষী বলছেন এ পদ্ধতিতে মাছ চাষ অনেক বেশি লাভজনক বলে দিন দিন এ চাষে লোকজনের আগ্রহ বাড়ছে।

আরো পড়ুন:

সুন্দরবনের ভয়ংকর জীবন ছেড়ে শান্তিতে আছে বনদস্যুরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *