শিল্প ও বাণিজ্য

জ্বালানি তেলের দাম ডলারের সঙ্গে সমন্বয় প্রয়োজন : এফবিসিসিআই

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: জ্বালানি তেলের দাম ডলারের সঙ্গে সমন্বয় প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন। এ মুহূর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সব শ্রেণির ব্যবসায়ীরা সমস্যার মধ্যে পড়বে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর মতিঝিল এফবিবিসিআইয়ের নিজস্ব ভবনে সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে এফবিবিসিআইয়ের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলের যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে জসিম উদ্দিন বলেন, তেলের দাম কম থাকা অবস্থায় ব্যবসায়ীরা যেসব কাজ হাতে নিয়েছে তাদের খরচ এখন বেড়ে যাবে। এতে সমস্যায় পড়তে হবে তাদের। এ কারণে তেলের দাম ডলারের দামের সঙ্গে সমন্বয় করা উচিত।

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ ২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী সফরসঙ্গী হয়ে প্রায় অর্ধমাস যুক্তরাজ্য ও ফ্রান্স সফর করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিনিধিদল। সফরকালীন ব্যবসায়িক উন্নয়নে ৬টি স্মারক স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিদেশিদের ও বাংলাদেশী বংশোদ্ভুত যারা ব্যবসায়ী আছে তাদেরকেও বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে।

এসময় এফবিসিসিআইয়ের সভাপতি বলেছেন, ব্র্যান্ডিং বাংলাদেশ এখন সময়ের দাবি। আগে আমরা শুধু তৈরি পোশাক শিল্পের কারণে আন্তর্জাতিক বাজারে পরিচিত ছিলাম। এখন আমরা লেদার, জাহাজ, সিরামিকসসহ অন্যান্য পণ্যও রপ্তানি করছি। আগামীতে রপ্তানি ৩০০ বিলিয়নে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কাজ করতে হবে।

টেকসই উন্নয়ন ধরে রেখে এলডিসি উত্তরণে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পেলেও ভবিষ্যতে অনেক চ্যালেঞ্জ রয়েছে বলেও জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। এজন্য বিশ্ববাজারে নতুন নতুন পণ্য রপ্তানিতে উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে এফবিসিসিআই বিশেষভাবে কাজ করবে বলেও জানিয়েছে সংগঠনটি।

আরো পড়ুন:

‘নগদ’ পেল মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *