প্রচ্ছদ

ডব্লিউএইচও অনুমোদিত টিকা গ্রহণকারী যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: মার্কিন নিয়ন্ত্রক সংস্থা অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা ভ্যাকসিন গ্রহণকারীরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র গতকাল শুক্রবার গভীর রাতে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, গত ২০ সেপ্টেম্বর হোয়াইট হাউস ঘোষণা দেয় যে, চীন, ভারত, ব্রাজিল এবং ইউরোপের বেশিরভাগ দেশে যাদের করোনা টিকার পুরো ডোজ দেওয়া হয়েছে তাদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। তবে কোন টিকা গ্রহণ করা হবে সেটি সেসময় নির্দিষ্ট করে বলা হয়নি।

সিডিসির এক মুখপাত্র শুক্রবার রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদিত অথবা ডব্লিউএইচও কর্তৃক জরুরি ব্যবহারের জন্য তালিকাভুক্ত ৬টি টিকা যুক্তরাষ্ট্রে ভ্রমণের মানদণ্ড পূরণ করবে।’

শুক্রবার দিন শেষে সিডিসি জানায়, এ সপ্তাহের শুরুতে তাদের কার্যক্রম চালু করতে সাহায্যের জন্য আমরা এয়ারলাইন্সগুলোকে জানিয়েছি যে, টিকা গ্রহণ করা হবে এবং ভ্রমণের প্রয়োজনীয়তা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে সিডিসি অতিরিক্ত নির্দেশিকা এবং তথ্য প্রকাশ করবে।

আরো পড়ুন:

ধনী দেশগুলোর অসম ভ্যাকসিন সরবরাহ অনৈতিক: জাতিসংঘ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *