নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: ৩১ জুলাই শনিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ আজহারুল ইসলামকে সভাপতি ও হিমুনকে সাধারণ সম্পাদক করে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিগত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাহাবুব হোসেন রনি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেন সানোয়ার পারভেজ পুলক। এ বছরেরই জুন মাসের ১৮ তারিখ ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ প্রত্যাশিদের কাছে জীবনবৃত্তান্ত আহ্বান করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
অবশেষে ৩১ জুলাই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন এ কমিটি অনুমোদন দিলো কেন্দ্রীয় ছাত্রলীগ।
নতুন কমিটিতে আছেনঃ
সভাপতি- মোঃ আজহারুল ইসলাম, সহ-সভাপতি- সঞ্জয় কুমার রায়, আখতারুজ্জামান আখতার, মেসবাহুল ফেরদৌস টফি, এস এম মোহাইমিনুল ইসলাম মিথুন, শাহজালাল জনি, জি এম সুফি নিয়াজী, আনোয়ার আসাদ, মোঃ লুৎফর রহমান শিপন, সৃজন গুহ ঠাকুরদা, তানভির আলী তুহিন, তাসফিরুল রহমান, মোঃ সোহেল রহমান।
সাধারণ সম্পাদক– হিমুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদিউল হাবিব সাদি, মোঃ মাহবুব হোসেন, অনুপ দত্ত, মোঃ সাব্বির ইসলাম, এন এ নিউমুন, আরাফাত হোসেন রাব্বি।
সাংগঠনিক সম্পাদক– সৈয়দ মোঃ আলী নোমান (নমু), মোঃ মিল্টন খন্দকার, মোঃ সি এম হৃদয় (সাব্বির), মর্জিনা আক্তার (ঋতু), মোঃ বদিউজ্জামান বাবলু, অমৃত মোদক, আসাদুজ্জোহা বাঁধন, ফয়সাল সাদেক শোভন।
কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন মোঃ ওসমান গনি ও রয়েল বড়ুয়া। আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।