ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: আসন্ন টোকিও অলিম্পিক গেমসে অংশ নিতে আগ্রহী অ্যাথলেটদের জন্য বিশেষ ধরনের বিছানা তৈরি করেছে আয়োজক দেশ জাপান। মহামারি করোনাভাইরাসের এই কঠিন সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখতেই আয়োজক কমিটি এমন বিছানার ব্যবস্থা করেছে।
গত বছরের জানুয়ারিতে প্রথমবার জনসম্মুখে আনা হয় যৌনতাবিরোধী এ বিছানাগুলো। এ বিছানা ২০০ কেজি পর্যন্ত ওজন ধরে রাখতে সক্ষম।
এ বিছানার ছবি আপলোড করে রিও অলিম্পিকে ৫ হাজার মিটার দৌড়ে রৌপ্যজয়ী অ্যাথলেট পল চিলেমো টুইটারে লেখেন— টোকিও অলিম্পিকে অ্যাথলেটদের মধ্যে পারস্পরিক দূরত্ব বজায় রাখার জন্য কার্ড বোর্ডের তৈরি বিছানা দেওয়া হচ্ছে। এই বিছানা মাত্র একজনের ভার বহন করতে পারবে। তবে আমার মতো লং ডিস্টেন্স চারজন রানার এই বিছানা শেয়ার করতে পারবেন।
তিনি মজা করে আরও লেখেন— যারা ঘুমের মধ্যে প্রসাব করেন, তারা সমস্যায় পড়বেন। কারণ কার্টনের এই বিছানা যদি ভিজে যায় তা হলে ভেঙে পড়তে পারে। আর ফাইনালের আগে এমন ঘটনা হলে তো কথাই নেই! এখন থেকেই মেঝেতে শোবার অনুশীলন করছি। কারণ মাঝরাতে যদি আমার বিছানা ভেঙে যায়, আর মেঝেতে শোবার অভ্যাস না থাকে, তা হলে তো সমস্যায় পড়ব!
জানা যায়, অলিম্পিক গেমস শেষে কার্ড বোর্ড দিয়ে তৈরি এই বিছানাগুলো রিসাইকেল করে পুনরায় কাগজের দ্রব্য পরিণত করা সম্ভব।