প্রচ্ছদ

টোকিওর রাজপ্রাসাদে উৎসব || ২০ বছরে পা দিয়েছেন রাজকন্যা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: জাপানের রাজকন্যা আইকো প্রাপ্তবয়স্ক হওয়ার উৎসব উদযাপন করেছেন। রবিবার (৫ ডিসেম্বর) টোকিওর রাজপ্রাসাদে এই উৎসব অনুষ্ঠিত হয়। গত বুধবার ২০ বছরে পা দিয়েছেন তিনি।

সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর একমাত্র মেয়ে আইকো। তবে তিনি জাপানের সিংহাসনের উত্তরাধিকারী নন। দেশটির আইন অনুসারে কেবল পুরুষেরাই সিংহাসনে বসতে পারেন।

জন্মদিনের উৎসবে দীর্ঘ সাদা পোশাকে যোগ দেন রাজকন্যা আইকো। তার জন্মদিনে রাজ পরিবারের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, তিনি এমন একজন প্রাপ্তবয়স্ক হতে চান  যিনি অন্যদের সেবা করবেন। আইকো বলেন, ‘আজকের দিন পর্যন্ত যাত্রায় যারা আমার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’

রাজকন্যা আইকো বলেন, কোভিড-১৯ এর কারণে সারা বিশ্বে বহু মানুষের প্রাণহানির ঘটনা হৃদয়বিদারক। তিনি আশা প্রকাশ করেন শিগগিরই সব মানুষই একটি শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত জীবন যাপন করতে পারবে।

আরো পড়ুন:

মার্বেল দিয়ে ভোট দিল গাম্বিয়ার জনগণ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *