ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: নিষেধাজ্ঞা থেকে ফেরার পর জাতীয় দলে নিয়মিত খেলা হচ্ছে না সাকিব আল হাসানের।
করোনাকালে বছরের প্রথম সিরিজেই চোটে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিন ছিটকে যান মাঠ থেকে। বছরের শেষ সিরিজে সেই চট্টগ্রামেই টেস্ট খেলতে গতকাল রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। টেস্ট স্কোয়াডের সঙ্গে কাল যাবেন চট্টগ্রামে।
যদিও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু প্রথম টেস্টে সাকিবের খেলার ব্যাপারে আশাবাদী নন। তবে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন বাঁহাতি এ অলরাউন্ডার।
আরো পড়ুন:
মোস্তাফিজকে ছুঁতে মাঠে ঢুকে পড়লেন এক দর্শক