ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছেন ১৪ সদস্যের পাকিস্তান দল।
বিসিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় পাকিস্তান থেকে ঢাকায় অবতরণ করেন পাক ক্রিকেটাররা।
এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাবর আজম বাহিনী। ২২ নভেম্বর (সোমবার) শেষ টি-টোয়েন্টি শেষে দুই দল যাবে চট্টগ্রামে।
সেখানে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
যে ১৪ জন নতুন করে ঢাকায় এসেছেন তারা হলেন- আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, কামরান গোলাম, সউদ শাকিল, ফাহিম আশরাফ, বিলাল আসিফ, নোমান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সাজিদ খান ও জাহিদ মাহমুদ।
এদিকে, টি-টোয়েন্টির ন্যায় টেস্টেও পাকিস্তান দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন বাবর আজম।
পাকিস্তানের ২০ সদস্যের টেস্ট স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, আবিদ আলী, আজহার আলী, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সরফরাজ আহমেদ, ফাহিম আশরাফ, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ নেওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, জাহিদ মাহমুদ এবং শাহিন শাহ আফ্রিদি।
আরো পড়ুন: