তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি

টেলিগ্রাম নিয়ে এলো নতুন ফিচার | ভিডিও কলে একসঙ্গে থাকতে পারবে ১,০০০ জন!

লিমন নন্দি: ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছে মেসেজিং অ্যাপ ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম Telegram। বর্তমানে এই করোনাকালে গ্রুপ কলিংয়ের চাহিদা অনেক বেড়ে গেছে, সে অফিসের কাজের জন্য হোক, কিংবা বন্ধু-পরিজনের সঙ্গে গল্প করার জন্য। এই কথা মাথায় রেখে নতুন এই ফিচার নিয়ে এসেছে Telegram। এবার একসঙ্গে ১,০০০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন।

শুধু এটাই নয়, এর সঙ্গে রয়েছে হাই-কোয়ালিটি ভিডিও মেসেজ রেকর্ডিং, স্ক্রিন শেয়ারিং এবং ভিডিও প্লেব্যাক স্পিড কন্ট্রোল-র মত ফিচারও।

ভিডিও কনফারেন্সের জন্য সাউন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ারিংও যোগ করা হয়েছে। এছাড়াও ব্যবহারকারীরা রেকর্ডেড ভিডিও মেসেজগুলি 0.5 বা 2x গতিতে দেখতে পাবেন। এই ফিচারগুলি ব্যবহার করার জন্য ইউজারদের সুনিশ্চিত করতে হবে যে তাদের অ্যাপ যেন আপডেটেড থাকে।

টেলিগ্রাম জানিয়েছে যে, ৩০ জন ইউজার তাদের ক্যামেরা এবং স্ক্রিন উভয় থেকে ভিডিও সম্প্রচার করতে পারবেন। আর ১,০০০ অংশগ্রহণকারী স্ট্রিমিং এর মাধ্যমে ভিডিও দেখতে পারবেন।

এই ফিচারটির উদ্দেশ্য হল ই-লার্নিং এবং অন্যান্য অনলাইন কমিউনিকেশনকে সহজ করা। গ্রুপ ভিডিও কল শুরু করার জন্য, প্রথমে যেকোনও গ্রুপের ইনফো পেজে গিয়ে ভয়েস চ্যাট তৈরি করুন, আর তারপর ভিডিও অন কারুন। টেলিগ্রাম একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও, ছবি এবং অন্যান্য ডকুউমেন্ট পাঠাতে পারেন।

এবার থেকে ইউজাররা চাইলে চ্যাট বক্সের রেকর্ডিং বাটন থেকে ভিডিও রেকর্ড করে কাউকে পাঠালে সেই ভিডিও গ্যালারিতে সেভ হবে না। উল্লেখ্য, এই ফিচারটি ব্যবহার করতে ভয়েস মেসেজ রেকর্ডিং অপশন থেকে ভিডিও মোডে স্যুইচ করতে হবে। তারপর ভিডিও রেকর্ড করার জন্য বাটনটি প্রেস করে থাকতে হবে। টেলিগ্রাম ব্যবহারকারীরা এবার থেকে ভিডিও প্লেব্যাকের স্পিডও পরিবর্তন করতে পারবেন। কারণ অ্যাপের মিডিয়া প্লেয়ারে এখন 0.5x, 1.5x এবং 2x প্লেব্যাক স্পিড সমর্থন করবে। ভিডিও কল করার সময় ইউজাররা এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন, যেখানে ব্যাকগ্রাউন্ড অডিও ভিডিও-র সঙ্গে উপলব্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *