প্রচ্ছদ

মোদির টুইট || বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা দিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৬ ডিসেম্বর) ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে তিনি এ বার্তা দেন।

মোদি বলেছেন, আজ ভারত ও বাংলাদেশ মৈত্রী দিবস পালন করছে। আমরা যৌথভাবে আমাদের ৫০ বছরের বন্ধুত্বের ভিত্তিকে স্মরণ ও উদযাপন করি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে আগ্রহী। একই সঙ্গে আমি শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস পালিত হচ্ছে। ঢাকা ও দিল্লি ছাড়াও বিশ্বের ১৮টি দেশে দিবসটি পালিত হচ্ছে।

বাংলাদেশের স্বাধীনতার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত।

আরো পড়ুন:

আজ সুনামগঞ্জ মুক্ত দিবস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *