খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে দর্শক

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: করোনাকালে দর্শক নিয়েই অনুষ্ঠিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে দর্শক থাকবে ৭০ শতাংশ। ওমানে অনুষ্ঠেয় প্রথম পর্বে কিছু খেলাতেই দর্শক উপস্থিতির দেখা মিলবে।

এর ফলে করোনাকালে বড় পরিসরে সবচেয়ে বেশি দর্শক দেখতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। চলমান আইপিএলে দর্শক উপস্থিতির অনুমতি মিললেও সেটি সীমিত আকারে। পাশাপশি বিক্রি শুরু হয়েছে টিকিট। টিকিট পাওয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েব সাইট https://www.t20worldcup.com/tickets/buy-tickets-এ।

আবুধাবিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে থাকবে বিশেষ কাঠামো। যাতে থাকতে পারবেন চারজন। ওমান ক্রিকেট অ্যাকাডেমিতেও থাকবে অস্থায়ী অবকাঠামো। যাতে ৩ হাজার দর্শক উপস্থিত থাকতে পারবেন।

ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। প্রথম রাউন্ডে মাসকটে ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়েই শুরু হচ্ছে টুর্নামেন্ট। একই দিন মাঠে নামবে স্কটল্যান্ড-বাংলাদেশও। এই পর্বে খেলে দুটি গ্রুপ থেকে চারটি দল টুর্নামেন্টের মূল পর্বে (সুপার টুয়েলভ) সুযোগ পাবে। সুপার টুয়েলভ শুরু হবে ২৩ অক্টোবর।

আরো পড়ুন:

৩৩ বছরেই আম্পায়ারিংয়ে সাবেক টাইগার পেসার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *