খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১। গতকাল বৃহস্পতিবার ১৫ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে দলে ফিরলেন আরও চার তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স ও গ্লেন ম্যাক্সওয়েল।

তবে দলে আনক্যাপড জোশ ইংলিসকে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে নেওয়া হয়েছে। আর দলে প্রধান উইকেট কিপার ম্যাথু ওয়েড।

দল নিয়ে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, আমাদের দলে বিশ্বের তাবড় ক্রিকেটাররা রয়েছেন। তাদের ভূমিকা ও অভিজ্ঞতার ভিত্তিতেই নেওয়া হয়েছে। আশা করি তারা ফের বিশ্বের সেরা টি-টোয়েন্টি দল হিসেবে সফল হবে।

অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, অ্যাশটন আগার, জোশ হ্যাজেলউড, জোশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *