বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৫০৯ কোটি ৩৪ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে দুই কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সভা শেষে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান।
তিনি বলেন, টিসিবির জন্য সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ২০৩ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৮৪ পয়সা।
সাঈদ মাহমুদ খান বলেন, সুং শিং এডিবল অয়েলের কাছ থেকে ১০১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটারের দাম পড়বে ১৮৪ টাকা ৫০ পয়সা।
তিনি আরও বলেন, টিসিবির জন্য সুপার ওয়েল রিফাইনারির কাছ থেকে ২০৪ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৮৫ টাকা ৯৫ পয়সা।