বিনোদন

টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন জায়েদ খান

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বঙ্গবন্ধু বায়োপিকে যুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন তিনি। এ খবর জানিয়েছেন তিনি নিজেই।

জায়েদ খান বলেন, মুম্বাইয়ে অডিশন দিয়ে সিলেক্ট হয়েছি। ড্রেসের মাপ থেকে শুরু করে যাবতীয় কাজ সেরে দেশে এসেছি। এসেই আজকে চুক্তিপত্রে স্বাক্ষর করলাম।

তিনি আরও বলেন, টিক্কা খানের চরিত্রে অভিনয়ের জন্য আমাকে বাছাই করায় বায়োপিকের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ইতিহাসের অংশ হতে পেরে আমি আনন্দিত। নিজের সবটুকু দিয়ে ভালো করার চেষ্টা করব।

বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিক। নির্মাণ করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। এরই মধ্যে মুম্বাইয়ে সিনেমার শুটিং হয়েছে। বাকি অংশের চিত্রায়ণ বাংলাদেশে। ৫ ডিসেম্বর জায়েদ খানের অংশের শুটিং।

জাতির জনককে নিয়ে করা এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়া আরও অভিনয় করছেন শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং প্রার্থনা ফারদিন দীঘি, খালেদা জিয়ার চরিতে এলিনা শাম্মী, খন্দকার মোশতাক আহমেদ চরিত্রে ফজলুর রহমান বাবু, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী চরিত্রে তৌকির আহমেদ, জেনারেল আইয়ুব খান চরিত্রে মিশা সওদাগর, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর সহ আরও অনেকে।

চলতি বছর মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে গেছে। আসছে বছর বঙ্গবন্ধুর জন্মদিনে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছে টিম। শিগগিরই সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং শুরু হবে বলে জানা গেছে।

আরো পড়ুন:

তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন আমির খান!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *