ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা ভাইরাসের টিকার পূর্ণ ডোজ নিলে যাদের বৈধ রেসিডেন্ট ভিসা আছে তারা সংযুক্ত আরব আমিরাতে ফিরতে পারবেন। শুক্রবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ১৫টি দেশের বিষয়ে নতুন এই ঘোষণা দিয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যারা টিকা নিয়েছেন আগামীকাল থেকেই তাদের আমিরাতে প্রবেশে অনুমতি দেওয়া হবে।
দেশটির ন্যাশনাল ইমারজেন্সি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট অথরিটি (এনসিইএমএ) টুইট বার্তায় জানিয়েছে, শর্ত পূরণ সাপেক্ষে আমিরাতে প্রবেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন করতে হবে।
এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ও আফগানিস্তানের নাগরিকদের আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল কর্তৃপক্ষ।