প্রচ্ছদ

টিকা দিয়ে পেলেন ফুল উপহার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: গণটিকাদান কার্যক্রম শুরুর পর টিকা গ্রহীতারা টিকা গ্রহণ শেষে বাড়ি ফিরছেন। তবে ব্যতিক্রম দেখা গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সেখানে যারাই টিকা নিচ্ছেন, তাদেরকে জানানো হচ্ছে লাল গোলাপের শুভেচ্ছা। হাসিমুখে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ। 

আজ শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টা। আনোয়ারা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করতেই দেখা মিলছে এই দৃশ্যের। টেবিলে রাখা হয়েছে গোলাপ গুচ্ছ। টিকা গ্রহীতাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছেন ইউএনও। 

কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমে সারাদেশের মতো আনোয়ারাতেও ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করা হচ্ছে। আনোয়ারায় এদিন সর্বমোট ৬ হাজার ৬০০ জনকে টিকা প্রদান করা হচ্ছে। বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের টিকাদানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে ২৫ বছর ও তদূর্ধ্ব সকলকেই টিকা প্রদান করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে টিকা নিতে সবাইকে উদ্ধুদ্ধ করতেই মূলত আমাদের এই প্রয়াস। যারা টিকা নিচ্ছেন, তাদের সবাইকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। 

তিনি আরও বলেন, আনোয়ারায় সিনোফার্মের টিকাদানের ক্ষেত্রে বয়স্ক, মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপজেলায় ১১টি ইউনিয়নে একযোগে টিকাদান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *