প্রচ্ছদ

টিকার তৃতীয় ডোজ নিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োএনটেকের তৃতীয় ডোজ নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে ইসরায়েলের ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের টিকার বুস্টার ডোজ হিসেবে পরিচিত তৃতীয় ডোজ দেওয়ার অংশ হিসেবে তিনি এই টিকা নেন। আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইজ্যাক হারজগের সঙ্গে তার স্ত্রী মিচেলও তৃতীয় ডোজ নিয়েছেন। গতকাল শুক্রবার তেলআবিবের কাছে রামাট গ্যানের সেবা মেডিকেল সেন্টারে বুস্টার ডোজ নেন তারা।

ইসরায়েলের প্রেসিডেন্ট বলেন, ‘টিকার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করতে পেরে আমি গর্বিত। স্বাভাবিক জীবনে ফিরে আসতে এই ডোজ খুব বেশি কার্যকর হবে।’

এ সময় দেশটির প্রধানমন্ত্রী নাফাতালি বেনেট প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। তিনি বলেন, ‘ইসরায়েল ইতোমধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন প্রায় দুই হাজার নাগরিককে বুস্টার ডোজ দিয়েছে। তাদের মধ্যে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *