করোনার টিকার জন্য নিবন্ধন করে এক কোটির বেশি মানুষ অপেক্ষায় রয়েছেন। এসব মানুষদের দ্রুততম সময়ে টিকা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানোর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানান।
তিনি বলেন, টিকার জট খুলতে কেন্দ্রগুলোতে বুথ বাড়ানো এবং প্রয়োজনে সাব-সেন্টার করার নির্দেশনা দেওয়া হয়েছে। নিবন্ধন করেও এখনো অনেকে টিকার জন্য অপেক্ষা করছেন। টিকা পেতে সবারই কম-বেশি অপেক্ষা করতে হচ্ছে। আশা করি দ্রুত এই অবস্থার পরিবর্তন হবে।
/জেড এইচ