জাতীয়

টিকার এসএমএস পেতে বিলম্বের কারণ জানাল স্বাস্থ্য অধিদফতর

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে টিকা কার্যক্রম চলছে। তবে এরমধ্যেই দীর্ঘদিন আগে নিবন্ধন করেও টিকার জন্য এসএমএস না পাওয়ার অভিযোগ নিবন্ধনকারীদের। এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতর বলছে, টিকায় বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা বিলম্ব হতে পারে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে সারাদেশের করোনা ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, টিকা যেন সঠিক সময়ে সঠিক জনগোষ্ঠীকে দেওয়া হয়, এটাতে আমরা গুরুত্ব দিচ্ছি। এসএমএসগুলো বয়স বিবেচনায় দেওয়া হচ্ছে, এক্ষেত্রে তরুণদের এসএমএস পেতে কিছুটা দেরি হতে পারে। তবে, বয়স্কদের টিকা প্রাপ্তিতে সবাইকেই সচেতন হতে হবে।
টিকা কার্যক্রমে গতি আনার কোনো পরিকল্পনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে রোবেদ আমিন বলেন, টিকা প্রয়োগে গতি আনতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে টিকা প্রাপ্তির বিষয়টা। সারা বিশ্বেই স্বল্পতা আছে, উন্নত দেশগুলো নিজস্ব মাধ্যমে টিকার ব্যবস্থা করছে। তাই তারা এগিয়ে গেছে। আমরাও চেষ্টা করছি। টিকা পেতে কোভ্যাক্সসহ সম্ভাব্য সবার সঙ্গেই যোগাযোগ রয়েছে। আমরা যদি টিকা পাই, তাহলে দ্রুতই দিয়ে দেব। আমরা কিন্তু একদিনে অসংখ্য মানুষকে টিকা দিয়ে সক্ষমতা যাচাই করেছি। পর্যাপ্ত টিকা পেলে আমরা আবারও ব্যপকহারে টিকা কার্যক্রম শুরু করব।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *