খেলাধুলা

টাইগারদের সামনে তিনটি অর্জনের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সিরিজ নিশ্চিত করে আজ মঙ্গলবার (২০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। বাংলাদেশ দলের সামনে তিনটি অর্জনের হাতছানি- জিম্বাবুয়ের বিপক্ষে ৫০তম জয়, ষষ্ঠ হোয়াইটওয়াশ ও বিশ্বকাপ সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট!

বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচটি শুরু হবে। ১৫৫ রান ও ৩ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ফেললেও এই ম্যাচ কোনও নিয়মরক্ষার নয়। গত মেতে শ্রীলঙ্কার কাছে শেষ ম্যাচ হেরে ১০ পয়েন্ট খোয়ানোর স্মৃতি এখনও মুছে যায়নি। এবার তাই জিম্বাবুয়েকে শেষ ম্যাচে হালকাভাবে নেওয়ার কোনও চিন্তা নেই তামিম ইকবালদের মনে।  

দ্বিতীয় ম্যাচ জয়ের পার্শ্বনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন বলে দিলেন দলের মানসিকতার কথা, ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, যেহেতু ঘরের মাঠে সব দলই দুর্দান্ত। এজন্য বেশি মনোযোগ রেখে খেলছি, শতভাগ দিয়ে চেষ্টা করছি। প্রত্যেক সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। প্রক্রিয়া ঠিক থাকলে ৩-০ ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *