বাংলাদেশী টাইগারদের বাইরে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছে
নিউজিল্যান্ডে দুই টেস্টের সফরে বাংলাদেশ শিবিরে স্থিতিশীলতা ও ত্রাণ ফিরে এসেছে। জানা গিয়েছে বাংলাদেশী টাইগারদের বাইরে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছে।
টিম ডিরেক্টর খালেদ মাহমুদ জানান, ১০ ডিসেম্বর অবতরণের পর প্রথমবারের মতো দলে দলে মাঠের বাইরে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হবে খেলোয়াড়দের।
ক্রাইস্টচার্চ থেকে একটি ভিডিও বার্তায় মিডিয়াকে খালেদ মাহমুদ বলেন, “[রবিবার] আমাদের এখানে শেষ কোভিড-১৯ পরীক্ষা হয়েছিল এবং আজ ফলাফল এসেছে। আমাদের সবার পরীক্ষা নেগেটিভ এসেছে।”
“আমাদের লিঙ্কন ইউনিভার্সিটির মাঠে সকাল ১০:১৫টায় একটি ট্রেনিং সেশন আছে স্থানীয় সময় অনুযায়ী। এখানে আমরা জিমের সুবিধাও পাব।”
এর আগে, বাংলাদেশের স্পিন-বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড -১৯ এর জন্য ইতিবাচক পরীক্ষা করার পরে এবং দলের কয়েকজন সদস্য নিউজিল্যান্ডে তাদের ফ্লাইটে কোভিড-রোগীর সংস্পর্শে আসার পরে টাইগারদের জন্য পেরেশানির একটি পর্ব শুরু হয়েছিল।