ক্রীড়া প্রতিবেদক, ধূমকেতু বাংলা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হয়ে ফিরছেন জেমি সিডন্স। জাতীয় দলের সাবেক এ প্রধান কোচ এবার টাইগারদের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি অ্যাশওয়েল প্রিন্সের জায়গায় স্থলাভিষিক্ত হবেন।
আগামী ফেব্রুয়ারিতে তিনি যোগ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।
আন্তর্জাতিক ক্যারিয়ার বড় না হওয়ায় সিডন্স ঝুঁকে পড়েন কোচিংয়ে। ব্যাটিং কোচ হিসেবে তিনি সারাবিশ্বেই সমাদৃত।
বাংলাদেশের আশরাফুল, তামিম, মুশফিক, সাকিব ও রিয়াদদের পরিণত হওয়ার পেছনেও আছে এই অস্ট্রেলিয়ানের হাতের ছোঁয়া। ব্যাটিং দুর্বলতা কাটাতে তাই এবার হেড কোচের বদলে সিডন্সকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।
আরো পড়ুন:
বাংলার বীর বাঘিনীদের স্যালুট, অভিনন্দন