ঝিনাইদহ প্রতিনিধি, ধূমকেতু ডটকম: উপস্থিত ডাক্তারদের সাথে চিকিৎসা বিষয়ে মতবিনিময় করেন এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি।
ঝিনাইদহে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি।
আরও পড়ুন: হার না মানা জীবনযুদ্ধ: ভ্যানের চাকায় চলছে রোকেয়ার সংসার
এসময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, আরএমও ডা. সাব্বির হায়দার, ডা. জাকির হোসেন, ডা. আলা উদ্দিন, ডা. আ স ম আব্দুর রহমান, ডা. আনায়ারুল ইসলাম, ডা. মর্ফিয়া খাতুন, ডা. আশরাফুজ্জামান, ডা. আব্দুল্লাহী কাফি, ডা. আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস ও শ্রমিকলীগ নেতা আক্কাস আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
পরে উপস্থিত ডাক্তারদের সাথে প্রধান অতিথি সমি চিকিৎসা বিষয়ে মতবিনিময় করেন। এসময় তিনি সদর হাসপাতালে সরকারিভাবে যন্ত্রপাতি দেওয়ার পাশাপাশি ঘাটতি থাকা যন্ত্রপাতি নিজ অর্থায়নে কেনার আশ্বাস দেন।