প্রচ্ছদ

ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাহুলের সাইকেল মিছিল

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘটনায় অভিনব প্রতিবাদ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির রাজপথে সাইকেল মিছিল করে তিনি এই প্রতিবাদ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্যান্য কংগ্রেস নেতারাও। 

মঙ্গলবার বিজেপি বিরোধিতার রণকৌশল ঠিক করতে বৈঠকে বসেন বিরোধী দলের প্রতিনিধিরা। রাহুল গান্ধীর নেতৃত্বে তারা প্রাতঃরাশে যোগ দেন। সংসদের ঘরে-বাইরে কীভাবে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা যায়, সেই ছক কষেন তারা।

বৈঠকে যোগ দিয়েছিলেন তৃণমূল, সমাজবাদী পার্টি, শিবসেনা-সহ ১৫টি বিরোধী দলেন নেতারা। তবে উল্লেখযোগ্য বৈঠকে গরহাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং মায়াবতীর বিএসপির প্রতিনিধিরা।

এদিন সংসদেও বিক্ষোভের ঝড় তোলেন বিরোধীরা। বিভিন্ন ইস্যুতে প্রবল হট্টগোল করেন তারা। যার ফলে শুরুর কয়েক মিনিটের মধ্যের মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *