জেলেনস্কি বললেন – ন্যাটো ইউক্রেনকে নিতে রাজি নয়
ইউক্রেন আর ন্যাটোর সদস্য হতে চাপ দিচ্ছে না এবং জেলেনস্কি বললেন – ন্যাটো ইউক্রেনকে নিতে রাজি নয়।
ইউক্রেনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের বিষয়ে রাশিয়ার সঙ্গে আপস করতে সম্মত হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যও রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি করবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পেছনে অন্যতম একটি কারণ ছিল ইউক্রেনের ন্যাটোতে যুক্ত না হওয়া। সোমবার (৭ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ন্যাটোর সদস্যপদের জন্য আর চাপ দিচ্ছে না কিয়েভ।