প্রচ্ছদ

জেরুজালেমে ২৭০০ বছর আগের শৌচাগারের সন্ধান

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: জেরুজালেমের রয়েল ম্যানশনের কাছে ২৭০০ বছর আগের একটি প্রাচীন শৌচাগারের সন্ধান পাওয়ার দাবি করেছেন নৃতত্ত্ববিদরা। ধারণা করা হচ্ছে, এটি খ্রিষ্টপূর্ব ৭ম শতকে নির্মিত হয়। এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে পুরোনো শৌচাগার এটি।

ইসরায়েল অ্যান্টিকস অথরিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে সম্প্রতি জানায়, জেরুজালেমের সিটি অব ডেভিড আর্কিওলজিক্যাল সাইটে চালানো এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় সন্ধান মিলেছে এ শৌচাগারের। তাদের মতে, আসিরিয়ানদের দ্বারা জুডাহ ধ্বংসপ্রাপ্ত হবার আগেই নির্মিত হয়েছিল এ শৌচাগার।

এতে আরো বলা হয়েছে, শৌচাগারটি মূলত লাইমস্টোন দ্বারা নির্মিত এবং দেখতে অনেকটা আয়তক্ষেত্রের মত, সঙ্গে যুক্ত আছে একটি সেপটিক ট্যাংক। আর ট্যাংকের ঠিক ওপরেই ছিল বসার ব্যবস্থা।

ইসরায়েল অ্যান্টিকস অথরিটির প্রধান প্রত্নতত্ত্ববিদ ইয়াকভ বিলিগ বলেন, এটা একটা দারুণ ব্যাপার! প্রত্নতাত্ত্বিকদের জন্য এটা খুবই ভালো খবর যে, অসাধারণ ও মূল্যবান এক ঐতিহাসিক নিদর্শনকে আমরা সামনে আনতে পেরেছি। তিনি আরো বলেন, এটি শুধু ধনীরাই ব্যবহার করতে সক্ষম ছিলেন। এ ধরনের শৌচাগার ছিল আভিজাত্যের প্রতীক।

আরো পড়ুন:

৮৫ বছর বয়সি ফিলিস্তিনি নারীর অনন্য অর্জন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *