স্বাস্থ্য

জেনে নিন কোন মাস্ক ওমিক্রন রোধে বেশি কার্যকর

স্বাস্থ্য ডেস্ক, ধূমকেতু বাংলা: করোনাভাইরাসের ডেল্টা ধরনের শেষে একটু স্বস্তি এসেছিলো মনে। কিন্তু নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এই ভাইরাসের নতুন ধরন ওমিক্রন। ওমিক্রন বাড়তেই আবারো আলোচনায় কোন মাষ্ক পড়লে বাঁচা যাবে?

চিকিৎসকদের মতে, চিন্তায় না থেকে এ সময় আরও বেশি সচেতন হতে হবে। সঠিক মাস্ক বেছে নেওয়াটাই প্রাথমিক শর্ত এ ব্যাপারে।

গত বছর মহামারীর প্রথম দিকে চিকিৎসকরা জানিয়েছিলেন, এন৯৫ মাস্কই সবচেয়ে বেশি কার্যকর এই ভাইরাসের বিরুদ্ধে। তবে সে সময় অতিরিক্ত চাহিদার কারণে বাজারে সহজে পাওয়া যেত না এই মাস্ক। এর পরিবর্তে ক্লিনিক্যাল মাস্ক বা সার্জিক্যাল মাস্ক দারুণ কাজ দেয়।

কিন্তু হঠাৎই পাতলা কাপড়ের মাস্ক বাজারে ছড়িয়ে পড়ল, যা শুধু মাত্র ব্যবসায়িক লাভের জন্য ।

চিকিৎসকদের কথায়, পাতলা কাপড়ের মাস্ক মোটেই এক্ষেত্রে কার্যকর নয়।

চিকিৎসকরা আরও জানান, পাতলা কাপড়ের মাস্ক বড় আকারের ড্রপলেট আটকাতে পারলেও, ছোট ড্রপলেট আটকাতে সমর্থ নয়। এক্ষেত্রে কেএন৯৫ বা এন৯৫ মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। তবে এই মাস্ক কেনার সময় অবশ্য সঠিক মাপের কেনা উচিত। যাতে মুখ ও নাক সঠিকভাবে ঢাকা থাকে।

আমেরিকান কনফারেন্স অফ গভর্নমেন্টাল ইন্ডাস্ট্রিয়াল হাইজিনিস্টের তরফে জানানো হয়েছে কাপড়ের মাস্ক মাত্র ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারে। অন্যদিকে এন৯৫ শতাংশ সুরক্ষা দিতে সমর্থ।

ওমিক্রনের থাবা আটকাতে তাই এই মাস্ক ব্যবহার করতেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সঙ্গে অবশ্যই নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের কথাও জানিয়েছেন দেশি-বিদেশি চিকিৎসক।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরো পড়ুন:

১০ জানুয়ারি থেকে ভারতে বুস্টার ডোজ শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *