খেলাধুলা

জুলাই মাসের সেরা ক্রিকেটার সাকিব

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজে দূর্দান্ত পারফরমেন্স বেশ কয়েকটি সাফল্যের পালক যুক্ত করেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে।

টি-টোয়েন্টিতে সেরা ক্রিকেটারের আসন পুনরুদ্ধারের পাশাপাশি প্রথমবারের মতো ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন সাকিব।

জুলাই মাসের সেরার লড়াইয়ে থাকাদের নাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে সাকিবের প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালশ জুনিয়র।

এতে সাকিবের নাম শীর্ষে। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মাস সেরা হওয়ার সম্মান পেলেন সাকিব। এর আগে মে মাসের সেরা পুরুষ ক্রিকেটার হয়েছিলেন মুশফিকুর রহিম।

আজ মুশফিকের সতীর্থ সাকিব জুলাই মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন। এ মাসে মেয়েদের সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টাফানি টেইলর।

জুলাইয়ে জিম্বাবুয়ে সফরেও সাকিব দারুণ খেলেছেন। ওয়ানডে সিরিজে অপরাজিত ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ করেছিলেন ১৪৫ রান। পাশাপাশি সিরিজে ৮ উইকেটও নিয়েছিলেন তিনি। ওভারপ্রতি ৭ রান খরচ করে টি-টোয়েন্টি সিরিজে সাকিব নিয়েছিলেন ৩ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *