প্রচ্ছদ

জুডোর প্রতিষ্ঠাতা কানু জিগোরোর ১৬১ তম জন্মদিন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: জাপানে জুডোর প্রতিষ্ঠাতা অধ্যাপক কানু জিগোরোর জন্মদিন আজ, ২৮ অক্টোবর। তার ১৬১ তম জন্মদিনে বিশেষ লোগো ডুডল বানিয়েছে গুগল। কানু বিশ্বাস করতেন মানুষকে একত্রীকরণে ভূমিকা রাখতে পারে মার্শাল আর্ট।

কানুর জন্ম ১৯৬০ সালে, মিকাগেতে (বর্তমানে কোবে)।  ১১ বছর বয়সে বাবার সঙ্গে টোকিও চলে যান।

জুডো শব্দের মানে ভদ্রোচিত উপায় যা ন্যায়, ভদ্রতা, নিরাপত্তার নীতির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

১৮৮২ সালে কানু নিজের মার্শাল আর্ট জিম প্রতিষ্ঠা করেন। এতে ১৮৯৩ সালে এতে নারীদের অংশগ্রহণেও উৎসাহিত করেন। অলিম্পিক কমিটিতে তিনি প্রথম এশীয় সদস্য ছিলেন। ১৯৬০ সালে অলিম্পিকে জুডো অন্তর্ভূক্ত করা হয়।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বে মন্ত্রিসভার শপথ গ্রহণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *