জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর (৬৬) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় বলেন, জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি পক্ষ থেকে যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর জানাজায় অংশ নেবেন। শায়রুল কবিরও প্রতিনিধি দলে থাকবেন।
উল্লেখ্য, শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।