কৃষি-মৎস্য

জিআই পণ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে রাজশাহীর ফজলি আম

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: রাজশাহীর আম দেশের গন্ডি পেরিয়ে নাম করেছে বিশ্ব বাজারে। গবেষকরা বলছেন, “আমের জন্য যে আবহাওয়া ও মাটি প্রয়োজন, তা কেবল আছে রাজশাহী অঞ্চলে। তাই অন্য জেলার চেয়ে এখানকার আমের স্বাদে আছে বৈচিত্র্য। দেশের তৃতীয় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত ক্ষীরসাপাতি আম। এবার রাজশাহীর ফজলি আমও সেই স্বীকৃতির অপেক্ষায়।”

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম বলেন, “রাজশাহীর ফজলি আমকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য আমরা দরখাস্ত করেছি। এটি এখন চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আমরা আশা করছি, শিগগিরই এ স্বীকৃতির কাগজপত্র পেয়ে যাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *