প্রচ্ছদ

জাপানে ভূমিকম্পে ক্ষতি হয়নি অলিম্পিক ভিলেজের

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিওর পূর্ব প্রান্ত। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে পাঁচটায় ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় টোকিও অলিম্পিক ভিলেজে। এই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর।

তবে যুক্তরাষ্ট্রের ভূকম্প জরিপ ও পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। 

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। গেমস ভিলেজে থাকা প্রতিযোগী, সাংবাদিকরা প্রায় তিন মিনিট ধরে কম্পন অনুভব করেছেন। একজন সাংবাদিক টুইটারে লিখেছেন, গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।’ আরেকজন লিখেছেন, ‘প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম। ’অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সম্প্রচার করছিলেন। তার মাঝেই ভূমিকম্প হয়। সেই শোতেই ভূমিকম্পের কথা জানান তিনি।

প্রায়ই ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। তবে এবারের ভূমিকম্পে সুনামি বা কোন  ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়নি। এখানে চলছে বিশ্বের সর্ব বৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক। মহামারি করোনার কারণে এবার পুরো আসরে কোনো দর্শকের উপস্থিতি থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *