শিক্ষা ও সাহিত্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানের সাপ্তাহিক সূচি প্রকাশ


.করোনায় দীর্ঘ প্রায় ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর  বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। বুধবার (২০ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমের সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি অনলাইনেও শ্রেণি পাঠদান চলবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিন অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এক যোগে অনুষ্ঠিত হবে।

প্রতি সপ্তাহে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম


গুচ্ছ-১ এর শ্রেণি পাঠদান কার্য়ক্রমে শনি ও মঙ্গলবার প্রথম বর্ষ স্নাতক (সম্মান),দ্বিতীয় বর্ষ স্নাতক (সম্মান) ও তৃতীয় বর্ষ স্নাতক (সম্মান)  শিক্ষার্থীরা অংশ নেবেন।    
গুচ্ছ-২ এর শ্রেণি পাঠদান কার্য়ক্রমে রবি ও বুধবার চতুর্থ বর্ষ স্নাতক (সম্মান), প্রিলিমিনারি টু মাস্টার্স ও মাস্টার্স শিক্ষার্থীরা অংশ নেবেন।
গুচ্ছ-৩ এর শ্রেণি পাঠদান কার্য়ক্রমে সোমবার ও বৃহস্পতিবার স্নাতক (পাস) প্রথম বর্ষ, স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ও  স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *