রাজনীতি

জাতীয় পার্টিতে যোগ দিলেন অর্ধশতাধিক আইনজীবী

জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন ৫৫ জন আইনজীবী। শনিবার (১১ নভেম্বর) দুপুরে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতে তারা যোগদান করেন।

যোগ দেওয়া এ আইনজীবীরা বলছেন, বিবেকের তাড়না ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তারা দলটিতে যোগ দিয়েছেন।

জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিলে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলেও মনে করছেন তারা।

অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান জিএম কাদের বলেন, সরকার চাইলেও নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। সাধারণ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। এটা বিশ্বে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আমরা এটা ব্যাপকভাবে প্রত্যক্ষ করছি। বিচারকার্য সবার জন্য সমান নয়।

এক সরকার বেশিদিন থাকলে স্থিতিশীলতা থাকে এমন বক্তব্য ভুল উল্লেখ করে তিনি বলেন, সরকার বেশিদিন থাকলে অস্থিতিশীলতার বীজ ধীরে ধীরে বাড়তে থাকে। স্বাভাবিকতা হচ্ছে পরিবর্তন। এক নেতা চলে যাবে অন্য নেতা আসবে। যেটা ভারতে, যুক্তরাষ্ট্রে আছে। একজন যদি দীর্ঘদিন থাকে এবং জোর করে রাখা হয় তাহলে মানুষের ভেতরে ধুকে ধুকে আগুন জ্বলতে থাকে। কোনো না কোনো সময় হঠাৎ করে এটার বিস্ফোরণ হয়, স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। কোনো কারণে যদি সরকার পরিবর্তন করতে হয় তখন চিন্তা করতে হয় সামনে দেশ কোথায় যাবে। আমরা চাই এমন সরকার, যারা পরিবর্তন হলেও দেশ স্থিতিশীল থাকবে।

তিনি বলেন, আইন ও সংবিধানের কথা বলে লাভ নেই। আইন ও সংবিধান হয়তো ঠিকই আছে। আমরা রেজাল্ট পাচ্ছি ইলেকশনের না সিলেকশনের। বিভিন্ন সময়ে কতগুলো উদাহরণ সৃষ্টি করেছে যে তারা চাইলেও নির্বাচন সুষ্ঠু করতে পারবে না।

সরকারের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আসল উন্নয়ন হলো মানুষের জীবনমানের উন্নয়ন। আমার পাশে ১০০ তলা বিল্ডিং হলো, যার পাশ দিয়ে আমরা হাঁটতেও পারি না। এত গাড়ি হলো যে রাস্তায় নামতেই পারি না। এ উন্নয়নের কোনো অর্থই হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *