আন্তর্জাতিক

জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দিলেন বাইডেন

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ভাষণের শুরুতেই তিনি করোনা মহামারি এবং বৈশ্বিক রাজনীতির অশান্ত পরিবেশ নিয়ে আলোচনা করেন। খবর বিবিসি’র।
বাইডেন বলেন, করোনা বোমা বা গুলি দিয়ে নির্মূল করা সম্ভব না। এটা থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। জীবনরক্ষায়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে, ১৫ বিলিয়ন ডলার খরচ করা হবে বিশ্বের করোনা মোকাবেলা খাতে। বিশ্বের ১০০ টি দেশে ৫০ কোটি ভ্যাকসিন প্রদান করবেন তারা।
এছাড়াও বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন নিরসনে, ২০৫০ সালের মধ্যে ১০০ শতাংশ পরিবেশবান্ধব জ্বালানি ব্যাবহারের ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদের নিরাপদ ব্যাবহার ও সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতে কাজ করবে যুক্তরাষ্ট্র। প্রযুক্তি ব্যাবহার করে মানুষের জীবনধারণ সহজ করে তোলার আশ্বাসও দেন তিনি।
সকল দেশের মধ্যস্থ সম্পর্কের উন্নতি সাধনে কাজ করার আহবান জানান তিনি। মানবাধিকার সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে প্রাকৃতিক দুর্যোগ ও খাদ্য সংকট নিরসনে কাজ করার কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *