জাতীয়

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেটি মোকবিলার জন্য অর্থায়ন, জলবায়ু অভিবাসীদের পুনর্বাসন ও সবুজ প্রযুক্তি হস্তান্তরের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) নেদারল্যান্ডে গ্লোবাল সেন্টার অন এডাপটেশনের (জিসিএ) বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি আব্দুল মোমেন একাধিক ডাচ মন্ত্রী ও আইএমএফ এর প্রধান ক্রিসটালিনা জর্জিভার সঙ্গে বৈঠকে এই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

যেসব দেশ অধিক দূষণ করছে তাদের কাছ থেকে বেশি ক্ষতিপূরণ দেওয়ার উপর জিসিএ বৈঠকে জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জলবায়ুর কারণে যারা অভিবাসী হচ্ছে তাদের পুনর্বাসনের দায়িত্ব যারা বেশি কার্বন নিঃসরন করছে। এছাড়া, প্রতি বছরে ১০ হাজার কোটি ডলার জলবায়ু তহবিল গঠনের উপর জোর দেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেদারল্যান্ডের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা মন্ত্রী বারবারা ভিসেরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ‘ডেল্টা প্ল্যান ২১০০’ বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশে বাধ ও বেড়িবাধ নির্মাণেও ডাচ পরামর্শ ও সহায়তা চান।

ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী টম ডি ব্রুজিনের সঙ্গে বৈঠকে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি অব্যহত রাখার জন্য অনুরোধ করেন আব্দুল মোমেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে গেলেও শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা অব্যহত রাখার বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র মন্ত্রী।

আইএমএফ এর প্রধান ক্রিসটালিনা জর্জিভার সঙ্গে বৈঠকে জলবায়ু তহবিল নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সংক্রান্ত কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য আইএমএফকে আহ্বান জানান তিনি।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *